BREAKING : ২০২৭-এ ‘সমাপ্তবাদী পার্টি’ হয়ে যাবে সমাজবাদী পার্টি ! অখিলেশকে চরম কটাক্ষ করলেন কেশব প্রসাদ মৌর্য

কি বললেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ?

author-image
Debjit Biswas
New Update
keshavprasadmq1.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার সমাজবাদী পার্টির চিফ অখিলেশ যাদবকে চরম কটাক্ষ করলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন,''সমাজবাদী পার্টি ২০২৭ সালের বিধানসভা নির্বাচন একা লড়ুক বা ইন্ডি জোটের সঙ্গে লড়ুক,ওদের মনে রাখা উচিৎ যে,২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতেও বিধানসভা নির্বাচন হয়েছে এবং সর্বত্রই বিজেপির জয় হয়েছে ।''

akhilesh hjy1.jpg

এরপর তিনি বলেন,''এর থেকে এটাই প্রমাণিত হয় যে ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনেও এখানকার জনগণ সমাজবাদী পার্টিকে ‘সমাপ্তবাদী পার্টি’ বানিয়ে দেবে।”