BREAKING: ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষার শপথ ! 'তেরঙ্গা যাত্রা' নিয়ে বড় দাবি করলেন কেশব প্রসাদ মৌর্য

কি বললেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ?

author-image
Debjit Biswas
New Update
keshavprasadmq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার 'তেরঙ্গা যাত্রা' নিয়ে এক বড় দাবি করলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্রে, সশস্ত্র বাহিনীর সম্মানে আজ এই মহা 'তেরঙ্গা যাত্রার' আয়োজন করা হয়েছে। এই যাত্রার শুরুতে সর্দার বল্লভভাই পটেল ও চন্দ্রশেখর আজাদের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে, ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষার শপথ নেওয়া হয়েছে।”

keshav prasad mauryaq2.jpg