New Update
/anm-bengali/media/media_files/SEP2TxXqcFMDGg4oNS8x.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কেরালার ওয়ানাডের চুরালমালা এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, এই বিপর্যয়ের ফলে ১০৮ জন প্রাণ হারিয়েছেন, ১২৮ জন আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।
Wayanad landslide | The catastrophe has resulted in the loss of 108 lives, with 128 individuals injured and receiving treatment in various hospitals: Kerala CM Pinarayi Vijayan
— ANI (@ANI) July 30, 2024
(File pic) pic.twitter.com/P6lH7KiRel