কেজরিওয়ালের মামলা, দল বলছে ‘ইচ্ছাপূরণ হবে না’

'তাদের লক্ষ্য তাঁকে গ্রেপ্তার করা এবং আগামী নির্বাচনের প্রচার থেকে তাঁকে বিরত রাখা'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kejrieal.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে ইডির সমনের বিরুদ্ধে নতুন করে আবেদন করেছেন। যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা।

kejriwall.jpg

এদিন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এই প্রসঙ্গে বলেন, “বিজেপি বলছিল যে অরবিন্দ কেজরিওয়াল ইডি-র প্রশ্নের উত্তর দিতে চান না এবং AAP বলছে যে তিনি সমস্ত উত্তর দেবেন৷ কিন্তু, তাদের লক্ষ্য উত্তর পাওয়া নয় বরং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করানো। তিনি প্রশ্নোত্তর পর্বটি সম্প্রচার করতে বলছেন। কিন্তু তাদের লক্ষ্য তাঁকে গ্রেপ্তার করা এবং আগামী নির্বাচনের প্রচার থেকে তাঁকে বিরত রাখা। কিন্তু ওদের ইচ্ছা কখনোই পূরণ হবে না”।

fee

Add 1

cityaddnew

স