নিজস্ব সংবাদদাতা : আপ সরকরের উদ্যোগে এবার চিনকেও ছাপিয়ে যাবে ভারত? দিল্লিতে কেজরিওয়ালের আপ সরকার পরিকল্পনা করছে দিল্লি বাজারের। ভার্চুয়াল মার্কেটে এক ছাদের তলায় আসতে চলেছে সবরকমের দোকান।অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে দিল্লির সমস্ত নামী-দামী স্টোর এক প্ল্যাটফর্মে জড়ো হবে। সরকারের "দিল্লি বাজার" পোর্টালে বিজ্ঞাপন আসবে, যা সারা বিশ্বের দর্শকদের দেখতে পাবে। কার্যত দিল্লির বাজারগুলি দেখতে এবং তাদের পছন্দসই পণ্য ক্রয় করতে সক্ষম করবে ক্রেতাদের৷ দিল্লির বিখ্যাত বাজারের মধ্যে রয়েছে চাঁদনি চক, সরোজিনী নগর, জনপথ মার্কেট, লাজপত নগর বাজার, কমলা নগর মার্কেট ইত্যাদি। নয়া উদ্যোগ সম্পর্কে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মত, আপ সরকার ব্যবসা ও শিল্প-সমর্থক। বাঁধা দূর করে ব্যবসায়িক শ্রীবৃদ্ধির চেষ্টাই লক্ষ্য দিল্লি সরকারের।চাঁদনি চকের মতো দিল্লির অন্যান্য বাজারগুলিকে সুন্দর করার পরিকল্পনা সরকারের যাতে ব্যবসার উন্নতি হয়, ব্যবসায়ীদের উন্নতি হয়। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হলে ভারত চিনকেও ছাপিয়ে যাবে বলেই আশা মুখ্যমন্ত্রীর।