নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, এনডিএ (NDA) সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে কথা বলতে গিয়ে, আজ ফের একবার কংগ্রেসকে নিশানা করলেন জেডিইউ (JDU) নেতা কে সি ত্যাগী। তিনি বলেন,''এই ১১ বছরে আমরা দুর্নীতি, লুটপাট ও স্বজনপোষণ থেকে মুক্তি পেয়েছি। এটি একটি গৌরবময় সময়কাল।” এছাড়া তিনি আরও দাবি করেন যে, “এনডিএ (NDA) সরকারের নেতৃত্বে দেশ যে উন্নয়নের পথে এগোচ্ছে, তা অতীতে দেখা যায়নি। এই শাসনকাল স্বচ্ছতা ও জবাবদিহিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।”
/anm-bengali/media/media_files/BEDxxe54nn9URpNkakH1.jpg)