কাশ্মীর পুলিশের ‘মিশন ক্লিয়ারেন্স, ৪৮ ঘণ্টায় ছয় জঙ্গি নিকেশ করে দৃষ্টান্ত স্থাপন

কাশ্মীর পুলিশের IGP জানিয়েছেন, ৪৮ ঘন্টায় দুইটি পৃথক অভিযানে মোট ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
kashmir police


নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। গত ৪৮ ঘন্টায় দুইটি পৃথক অভিযানে মোট ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক (IGP) ভি কে বার্ডি।

তিনি বলেন, “গত ৪৮ ঘণ্টায় আমরা দুইটি অত্যন্ত সফল অভিযান চালিয়েছি। এই অভিযানগুলি হয়েছে শোপিয়ানের কেলার ও ত্রালের এলাকায়। দুটি অভিযানে মোট ছয়জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।”

Kashmir

আইজিপি বার্ডি আরও বলেন, “আমরা কাশ্মীর থেকে সন্ত্রাসের পরিকাঠামো সম্পূর্ণভাবে শেষ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই অভিযান তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।”

পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দুই এলাকাতেই নিরাপত্তাবাহিনী নির্দিষ্ট লক্ষ্যেই অভিযান চালিয়ে সফলভাবে জঙ্গিদের নিকেশ করে। উপত্যকায় সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী এখনও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।