কাশ্মীর যেতে ভয় পাচ্ছেন? অভিনেতা অকপটে জানালেন মনের কথা

সবকিছুই খুব সুন্দর ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1597860960-SunilShetty

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলার পর কাশ্মীর মুখী হতে প্রায় পর্যটকই ভয় পাচ্ছে। কার্যত এই এক সপ্তাহে কাশ্মীরের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। সেখানকার বাসিন্দারা যতই বলুন ভয় পাবেন না, কিন্তু মানুষ ভয় পাচ্ছে।

pahalgam

এই একই প্রশ্ন এদিন করা হয় অভিনেতা সুনীল শেঠিকে। তিনি বলেন, “অবশ্যই। সকলেরই এটা করা উচিত কারণ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঘৃণা বন্ধ করতে হবে। অনেক লোক কাশ্মীরে নতুন ব্যবসা খুলতে যাচ্ছিল, কাশ্মীরি পণ্ডিতরা সেখানে যেতে এবং ব্যবসা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারা সেখানে থাকতে চায়। সবকিছুই খুব সুন্দর ছিল। কিন্তু আমি খুশি যে প্রধানমন্ত্রী আজ সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একবার এই পরিস্থিতি ইউনিফর্মের হাতে চলে গেলে, তা সর্বোত্তম উপায়ে পরিচালনা করা হবে। আমাদের ঘৃণা এবং ভয় বন্ধ করতে হবে। পরিস্থিতি এমন যে আমাদেরকে একে অপরকে সমর্থন করতে হবে। তবেই এই দুঃসময় থেকে আমরা বেড়িয়ে আসব”।