রক্তাক্ত ভূস্বর্গ! পহেলগাঁওয়ে উদ্দেশ্যে রহনা দিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী

পহেলগাঁওয়ে উদ্দেশ্যে রহনা দিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

author-image
Tamalika Chakraborty
New Update
omar abdullahw9.jpg

নিজস্ব সংবাদদাতা:  জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার বাসভবন থেকে পহেলগাঁওয়ের উদ্দেশ্যে রহনা দিয়েছেন। মঙ্গলবার পহেলগাঁওয়ে বৈসরানে পর্যটকদের উপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। কমপক্ষে দুই জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

ihko2glc_pahalgam_160x120_22_April_25