“কারপুরী ঠাকুর বিহারের জননায়ক, রাহুল গান্ধী দেশের জননায়ক” — কংগ্রেস নেতা রাকেশ সিনহা

রাঁচিতে বক্তব্যে বিজেপি ও এনডিএ-র বিরুদ্ধে তোপ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা রাকেশ সিনহা আজ এক বক্তব্যে বলেন, “কারপুরী ঠাকুর ছিলেন এবং থাকবেন বিহারের ‘জননায়ক’। তাঁর আদর্শ আজও রাজ্যের মানুষের প্রেরণা।” তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি, যেমন কারপুরী ঠাকুর বিহারের জননায়ক, তেমনি রাহুল গান্ধী আজ সমগ্র দেশের জননায়ক।”

রাকেশ সিনহার এই মন্তব্যে কংগ্রেস কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তিনি বলেন, “রাহুলজী দেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর— তিনি যুব সমাজ, কৃষক ও শ্রমিকদের অধিকারের লড়াই লড়ছেন।”

রাজনৈতিক মহলে সিনহার এই মন্তব্যকে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের জনসংযোগ জোরদার করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।