/anm-bengali/media/media_files/2025/08/01/karnataka-leader-2025-08-01-17-16-39.jpg)
নিজস্ব সংবাদদাতা: ধর্ষণের এক গুরুতর মামলায় দোষী সাব্যস্ত হলেন জনতা দল (সেক্যুলার)-এর বরখাস্ত নেতা প্রজ্বল রেভান্না। শুক্রবার বেঙ্গালুরুর জনপ্রতিনিধিদের জন্য নির্দিষ্ট বিশেষ আদালত এই রায় ঘোষণা করে। তবে তাঁর শাস্তির পরিমাণ কী হবে, তা জানানো হবে আগামী শনিবার।
এই দিনই বিচারক সন্তোষ গজানন ভাট রেভান্নার দ্বিতীয়বারের জামিনের আবেদন খারিজ করে দেন। রেভান্না জামিনের জন্য আদালতে আবেদন করেন এই যুক্তিতে যে, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তিনি অন্তর্বর্তী মুক্তি পাওয়ার যোগ্য। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি মানেনি। এর আগেও তিনি জামিনের আবেদন করেছিলেন, তখনও তা নাকচ করে দেয় নিম্ন আদালত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/14/prison-w-2025-07-14-01-33-49.jpg)
রেভান্না এর আগে কর্নাটক হাই কোর্টেও জামিন চেয়ে গিয়েছিলেন, সেই সময়ও তিনি বিচার প্রক্রিয়ার দীর্ঘতা এবং পরিস্থিতির পরিবর্তনের কথা বলে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সেখানেও তেমন কোনও স্বস্তি পাননি।
জনতা দল (সেক্যুলার)-এর প্রাক্তন এই নেতা এমন একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন, যা কর্নাটকের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ, একাধিক ধর্ষণের মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে এবং এই মামলার রায় তাঁর রাজনৈতিক ভবিষ্যতের উপর বড়সড় প্রভাব ফেলতে চলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us