কর্ণাটকে ফের পালাবদল, সিদ্দারামাইয়া বনাম শিবকুমার?

আজ বৃহস্পতিবার বড় মন্তব্য করলেন ডি কে শিবকুমার। যা শুনে সকলে চমকে গিয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
dk shivakumar

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস (Congress) দল। এদিকে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কার্যত রাজ্যে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল দল। একদম চাইছিল যে ডি কে শিবকুমার হোক মুখ্যমন্ত্রী, তো অন্য এক গোষ্ঠী চাইছিল যে সিদ্দারামাইয়া হোক মুখ্যমন্ত্রী। এদিকে ৫ রাজ্যের ভোটের আবহে নতুন করে এই বিতর্কে উস্কে গেল। এই বিষয়ে বড় মন্তব্য করলেন কর্ণাটকেরউপ-মুখ্যমন্ত্রীডিকেশিবকুমার (DK Shivkumar)। তিনিবলেছেন, "দেখুন,আমাদেরপাঁচবছরেরজন্যক্ষমতাদেওয়াহয়েছে।দলেরনেতৃত্বযখনইপ্রয়োজনহবেতখনইসিদ্ধান্তনেবে।আমিএটানিয়েচিন্তিতনই।জনগণেরনিজস্বইচ্ছাআছে, এটাতাদেরমতামত, আমাদেরঅগ্রাধিকারহচ্ছেসুশাসনপ্রদানকরা।“