/anm-bengali/media/media_files/2025/06/16/jI0G8MrGGFLjXp3gn71p.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কে সরব হলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। আজ বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের মত প্রকাশ করার। আমরা যা বিশ্বাস করি, তা জনগণের সামনে তুলে ধরার অধিকার আমাদের আছে। সেটা সঠিক না ভুল—তা বিচার করবে দেশের জনগণ ও নির্বাচন কমিশন।”
তিনি আরও বলেন, “সত্যতা যাচাইয়ের আগে বিজেপি আমাদের কী বলবে? তার আগে তাদের উচিত নিজেদের দিকে তাকানো।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2qUQpyeccNQH8Q4KKIhb.webp)
এই মন্তব্যের মাধ্যমে কর্ণাটক কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থায় প্রভাব খাটানোর অভিযোগ তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, কর্ণাটকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ও ভুয়ো ভোটার অন্তর্ভুক্তি নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস এই বিষয়ে স্বচ্ছ তদন্ত ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে।
ডি.কে. শিবকুমারের এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
#WATCH | Bengaluru: On Karnataka voter list matter, Karnataka Deputy CM DK Shivakumar says, "We have every right to raise our voice, we have every right to present whatever we feel, whether it is right or wrong let the people of the country and the Election Commission decide.… pic.twitter.com/7EMxUjjjh6
— ANI (@ANI) August 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us