কর্ণাটকের ভোটার তালিকা ইস্যুতে মুখ খুললেন উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার

ভোটার তালিকা বিতর্কে কড়া অবস্থান কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের, বললেন— “সঠিক না ভুল, সেটা জনগণ ও নির্বাচন কমিশন ঠিক করবে”।

author-image
Aniket
New Update
s

File Picture

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কে সরব হলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। আজ বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের মত প্রকাশ করার। আমরা যা বিশ্বাস করি, তা জনগণের সামনে তুলে ধরার অধিকার আমাদের আছে। সেটা সঠিক না ভুল—তা বিচার করবে দেশের জনগণ ও নির্বাচন কমিশন।”

তিনি আরও বলেন, “সত্যতা যাচাইয়ের আগে বিজেপি আমাদের কী বলবে? তার আগে তাদের উচিত নিজেদের দিকে তাকানো।”

DFGHVJBKNLM;,

এই মন্তব্যের মাধ্যমে কর্ণাটক কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থায় প্রভাব খাটানোর অভিযোগ তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, কর্ণাটকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ও ভুয়ো ভোটার অন্তর্ভুক্তি নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস এই বিষয়ে স্বচ্ছ তদন্ত ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে।

ডি.কে. শিবকুমারের এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।