BREAKING : যুদ্ধবিরতির আগে সর্বদলীয় বৈঠক হওয়া উচিত ছিল ! এবার যুদ্ধবিরতি নিয়ে বড় দাবি করলেন সিদ্দারামাইয়া

কি বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ?

author-image
Debjit Biswas
New Update
Siddaramaiah

নিজস্ব সংবাদদাতা -  এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে বড় দাবি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন,''আমি খবর পেয়েছি যে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, আর উভয় দেশই এতে সম্মত হয়েছে। এখন ডিজিএমও(DGMO) পর্যায়ে বৈঠক চলছে। এখন দেখার বিষয় এটাই যে এই বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে।”

Siddaramaiah

এরপর তিনি বলেন,''যদিও আমি মনে করি এটা খুবই গুরুতর একটা বিষয়। যুদ্ধবিরতির আগে সর্বদলীয় বৈঠক এবং সংসদ অধিবেশন ডাকা উচিত ছিল।”