BREAKING: পহেলগাঁও-এ জঙ্গি হামলার জের ! বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
LASHKAR

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও-এ জঙ্গি হামলার প্রসঙ্গে আজ একটি বড় ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি ঘোষণা করেছেন যে জম্মু-কাশ্মীরের পহেলগাওঁ-এ সন্ত্রাসী হামলায় নিহতদের, পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

siddaramaiah.jpeg

 মুখ্যমন্ত্রীর দপ্তরের (CMO) পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় কর্ণাটকের তিনজন পর্যটক প্রাণ হারিয়েছেন।