নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর ! আর এবার এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া দিলেন হেভিওয়েট কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি বলেন,''আমি ওনার ইস্তফার কারণ নিয়ে বেশি জল্পনা করতে চাই না। উনি বলেছেন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন, আমি সেটাই মেনে নিচ্ছি।” এরপর তিনি বলেন,''রাজ্যসভার অন্যতম সক্রিয় চেয়ারম্যান ছিলেন তিনি। দুই পক্ষের সদস্যদেরই সবসময় একসঙ্গে কাজ করার জন্য উৎসাহ দিতেন। দেশের জন্যই আমরা সকলে কাজ করি, এটাই বারবার মনে করিয়ে দিতেন। তিনি ছিলেন এক স্বর্ণসম হৃদয়ের মানুষ, স্পষ্ট মনের অধিকারী ও প্রকৃত বন্ধু। তাঁর ইস্তফায় আমি দুঃখিত।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/aH7h7MZAJGhvIeTnpjnB.jpg)
BREAKING: সোনার হৃদয় ছিল তাঁর ! ধনকরের ইস্তফায় আবেগঘন কপিল সিব্বল
কি বললেন কপিল সিব্বল ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর ! আর এবার এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া দিলেন হেভিওয়েট কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি বলেন,''আমি ওনার ইস্তফার কারণ নিয়ে বেশি জল্পনা করতে চাই না। উনি বলেছেন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন, আমি সেটাই মেনে নিচ্ছি।” এরপর তিনি বলেন,''রাজ্যসভার অন্যতম সক্রিয় চেয়ারম্যান ছিলেন তিনি। দুই পক্ষের সদস্যদেরই সবসময় একসঙ্গে কাজ করার জন্য উৎসাহ দিতেন। দেশের জন্যই আমরা সকলে কাজ করি, এটাই বারবার মনে করিয়ে দিতেন। তিনি ছিলেন এক স্বর্ণসম হৃদয়ের মানুষ, স্পষ্ট মনের অধিকারী ও প্রকৃত বন্ধু। তাঁর ইস্তফায় আমি দুঃখিত।”