নিজস্ব সংবাদদাতা : গতকাল কারুরে তামিলগা ভেট্রি কাজাগাম (TVK) পার্টির এক জনসভায় পদপিষ্ট হয়ে মারা যান বেশকিছু জন মানুষ। আর এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন ডিএমকে (DMK)-এর সাংসদ কানিমোঝি। তিনি বলেন,''রাজনৈতিক সমাবেশগুলির ক্ষেত্রে বেশকিছু নিয়ম সকলকে অবশ্যই মানতে হবে। এমনকি যদি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীও কোনও রাজনৈতিক সমাবেশে আসেন, তাহলেও তার দলকে কিছু নির্দিষ্ট শর্তাবলী মেনে চলতে হয়।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/04/aLgxMLSlu1HfssaLz0Dw.webp)
এরপর তিনি আরও বলেন,''প্রোটোকল সবাইকেই ফলো করতে হয়। নিয়মের ঊর্ধ্বে কেউ নন। এই বিষয়ে তদন্তের জন্য মুখ্যমন্ত্রী একজন মহিলা সদস্যের কমিশন নিয়োগ করেছেন। আমরা সেই রিপোর্টের জন্য অপেক্ষা করব।"
প্রোটোকল সবাইকে ফলো করতে হয়,নিয়মের ঊর্ধ্বে কেউ নন ! কারুরের ঘটনায় মুখ খুললেন কানিমোঝি
কি বললেন ডিএমকে (DMK)-এর সাংসদ কানিমোঝি ?
নিজস্ব সংবাদদাতা : গতকাল কারুরে তামিলগা ভেট্রি কাজাগাম (TVK) পার্টির এক জনসভায় পদপিষ্ট হয়ে মারা যান বেশকিছু জন মানুষ। আর এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন ডিএমকে (DMK)-এর সাংসদ কানিমোঝি। তিনি বলেন,''রাজনৈতিক সমাবেশগুলির ক্ষেত্রে বেশকিছু নিয়ম সকলকে অবশ্যই মানতে হবে। এমনকি যদি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীও কোনও রাজনৈতিক সমাবেশে আসেন, তাহলেও তার দলকে কিছু নির্দিষ্ট শর্তাবলী মেনে চলতে হয়।"
এরপর তিনি আরও বলেন,''প্রোটোকল সবাইকেই ফলো করতে হয়। নিয়মের ঊর্ধ্বে কেউ নন। এই বিষয়ে তদন্তের জন্য মুখ্যমন্ত্রী একজন মহিলা সদস্যের কমিশন নিয়োগ করেছেন। আমরা সেই রিপোর্টের জন্য অপেক্ষা করব।"