অনুপ্রবেশকারীরা শরীরের ক্যান্সারের মতো ! এবার SIR বিতর্কে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত

কেন SIR বিতর্কে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত ?

author-image
Debjit Biswas
New Update
kangana hj

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে বিরোধী দলগুলির উদ্বেগকে এবার 'হুমকি' হিসেবে আখ্যা দিয়ে অনুপ্রবেশকারীদের শরীর থেকে 'ক্যান্সার' অপসারণের সঙ্গে তুলনা করলেন বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত।

SIR

তিনি বলেন,''এই ধরনের হুমকিতে দেশ পিছিয়ে যাবে না, এবং পুরো দেশ এই অনুপ্রবেশকারীদের থেকে 'পরিষ্কার পরিচ্ছন্নতা' (sanitization) চায়। ঠিক যেমন শরীরে ক্যান্সার হয়, ঠিক তেমনি সারা দেশ অনুপ্রবেশকারীদের অপসারণ করতে চায়।"