/anm-bengali/media/media_files/2025/07/28/screenshot-2025-07-28-pm-2025-07-28-16-51-36.png)
নিজস্ব সংবাদদাতা: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভায় আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী, আপনি কি একবারও আপনার 'X' হ্যান্ডেলে লিখেছেন যে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ভুল? কেন আপনি চুপ থাকেন?”
তিনি আরও বলেন, “যেই মুহূর্তে আপনি আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড়ান, আপনার উচ্চতা ৫ ফুট হয়ে যায়, আর ৫৬ ইঞ্চির ছাতি ৩৬ ইঞ্চি হয়ে যায়। কেন এত ভয় পান আমেরিকার প্রেসিডেন্টকে?”
/anm-bengali/media/post_attachments/77041117-829.png)
তাঁর এই বক্তব্যে সংসদে উত্তেজনা তৈরি হয়। বিজেপি সাংসদরা তীব্র প্রতিবাদ জানান।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে সরকার যে দৃঢ় অবস্থান নিচ্ছে, তার সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নীরবতা একেবারেই সঙ্গত নয়। তিনি প্রশ্ন তোলেন, বিদেশনীতি কি ‘শক্ত অভ্যন্তর’ আর ‘নরম বহির্ভাব’-এর মধ্যে সীমাবদ্ধ?
#WATCH | Speaking on Operation Sindoor in the House, TMC MP Kalyan Banerjee says, "PM Modi, why once you couldn't post on your 'X' handle that whatever the American President said is incorrect... The moment you stand in front of the American President, your height is reduced to 5… pic.twitter.com/cfWS6byg1m
— ANI (@ANI) July 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us