/anm-bengali/media/media_files/2025/11/25/sir-voter-list-2025-11-25-11-59-48.png)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তুলে পঞ্চায়েত প্রধান হয়েছেন—এমনই ভয়াবহ অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের কালনায়। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয় হাটকলনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। এই অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপির দাবি, শ্রাবন্তী মণ্ডল প্রথমে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। পরে স্থানীয় এক ব্যক্তিকে নিজের বাবা হিসেবে দেখিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তোলেন। এরপর তৃণমূলেরটিকিটে পঞ্চায়েত নির্বাচনে লড়ে সোজা প্রধান হয়ে যান তিনি।
এই অভিযোগকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রাবন্তী মণ্ডলের অবিলম্বে ইস্তফার দাবিও জানানো হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/08/sir-2025-11-08-21-46-48.jpg)
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপিকে প্রকাশ্যে অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।
এই ঘটনাকে ঘিরে কালনার রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us