/anm-bengali/media/media_files/2025/11/08/screenshot-2025-11-08-m-2025-11-08-12-43-18.png)
নিজস্ব সংবাদদাতা: সীতামঢ়িতে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের বিরোধী শিবির, বিশেষ করে আরজেডি-কে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “জঙ্গল রাজ মানে—কাট্টা (অস্ত্র), ক্রূরতা, কটুতা, কুসংস্কার ও দুর্নীতি। এই মানুষগুলোর চিন্তা ও মূল্যবোধই ভুল। তারা শুধু খারাপ শাসন চায়, উন্নয়নের নয়।”
মোদী আরও বলেন, “যেই মুহূর্তে জঙ্গল রাজ বিহারে ফিরে এসেছিল, সেই মুহূর্ত থেকেই বিহারের পতনের যুগ শুরু হয়েছিল। আরজেডি সরকারের সময় উন্নয়নের সব রাস্তাই বন্ধ হয়ে গিয়েছিল।”
/anm-bengali/media/post_attachments/9efe757b-fa1.png)
তিনি স্পষ্ট মন্তব্য করেন, “যখন তারা এখন উন্নয়নের কথা বলে, সেটা পুরোপুরি ‘সফেদ ঝূঠ’—একেবারে সাদা মিথ্যা। বিহারের মানুষ তাদের ভণ্ড প্রতিশ্রুতি ভালোভাবেই চেনে।”
প্রধানমন্ত্রী দাবি করেন, এনডিএ সরকার নীতীশ কুমারের নেতৃত্বে “জঙ্গল রাজ”-এর অন্ধকার থেকে বিহারকে টেনে এনে উন্নয়ন ও স্বচ্ছতার পথে নিয়ে এসেছে। তাঁর কথায়, “আমাদের লক্ষ্য সুশাসন, তাদের লক্ষ্য সন্ত্রাস ও স্বার্থ।”
#WATCH | Bihar | Addressing a public rally in Sitamarhi, PM Modi says, "Jungle Raj means Katta, Kroorta, Katuta, Kusanskar and corruption. These people have bad values. They want bad governance... As soon as the jungle raj came, the era of Bihar's downfall began. RJD ended all… pic.twitter.com/0LVqSKBhYQ
— ANI (@ANI) November 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us