/anm-bengali/media/media_files/2025/08/27/body-in-train-2025-08-27-08-38-55.jpg)
নিজস্ব সংবাদদাতা: গোটা দেশকে শিউরে দিল এক নৃশংস হত্যাকাণ্ড। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC) থেকে গ্রেপ্তার করা হয়েছে বিকাশ কুমার শাহ (৩০)-কে। অভিযোগ, সে মাত্র তিন বছরের এক শিশুকে হত্যা করে ট্রেনের টয়লেটে ফেলে দেয়।
ঘটনাটি প্রকাশ্যে আসে ২৩ আগস্ট ভোরে। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে মুম্বই আসা কুশিনগর এক্সপ্রেস (২২৫৩৭) ট্রেনটি লোকমান্য তিলক টার্মিনাসে পৌঁছনোর পর পরিষ্কারকর্মীরা টয়লেটের ভেতর রাখা আবর্জনার ঝুড়িতে শিশুটির মৃতদেহ খুঁজে পান। এই ভয়ঙ্কর আবিষ্কারে তোলপাড় শুরু হয় রেল ও পুলিশ প্রশাসনে।
তদন্তে জানা যায়, বিকাশ কুমার শাহ আসলে শিশুটির মায়ের ভাইপো। শিশুটির মা, যিনি সুরাট শহরের গণেশপুরা এলাকায় থাকেন, ২১ আগস্ট থানায় অভিযোগ দায়ের করেন যে তাঁর বড় দিদির ছেলে বিকাশ তাঁর তিন বছরের ছেলেকে অপহরণ করেছে। অভিযোগ অনুযায়ী, বিকাশ দীর্ঘদিন ধরে বেকার ছিল, আর তার মাসি বারবার তাকে কাজ খুঁজতে চাপ দিতেন। এই রাগ থেকেই সে প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/nnO1qYyzhRwLPmVgOoaY.jpg)
তদন্তে সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, বিকাশ শিশুটিকে নিয়ে একটি মুম্বইগামী ট্রেনে উঠছে। এরপর ২৩ আগস্ট শিশুটির দেহ ট্রেনের টয়লেটে মিললেও অভিযুক্ত বিকাশ গা-ঢাকা দেয়। পুলিশ তার মোবাইল ফোনের টেকনিক্যাল লোকেশন খুঁজে বের করে দেখতে পায় সে মুম্বইয়ের বান্দ্রা, কুরলা ও দাদর এলাকায় ঘোরাফেরা করছে। বিভিন্ন দলে ভাগ হয়ে পুলিশ মোটরবাইক ভাড়া করে তল্লাশি চালায়। অবশেষে সোমবার সন্ধ্যায় বান্দ্রা কুরলা কমপ্লেক্স থেকে তাকে পাকড়াও করে পুলিশ।
সুরাট পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে বিকাশ নিজের অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে অপহরণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনায় সুরাট ও মুম্বই জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us