BREAKING : দুই জাতির তত্ত্ব মেনে নিতে প্রস্তুত নই ! এবার পাকিস্তানকে কড়া জবাব দিলেন ফারুক আবদুল্লাহ

পাকিস্তানকে কি কড়া জবাব দিলেন ফারুক আবদুল্লাহ ?

author-image
Debjit Biswas
New Update
farooqabdullahq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ফের একবার পাকিস্তানকে আক্রমণ করলেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (JKNC) চিফ ফারুক আবদুল্লাহ। তিনি বলেন,''আমি প্রতিবারই পাকিস্তানের সঙ্গে আলোচনা করাকেই সমর্থন করতাম। কিন্তু এখন আমরা তাদের কি উত্তর দেব যারা এই ঘটনায় তাদের প্রিয়জনদের হারিয়েছেন ? ''

fghcjvbkn

এরপর তিনি বলেন,''আমরা দুঃখিত যে আমাদের প্রতিবেশী দেশ আজও একথা বুঝতে পারছে না যে, তারা আসলে মানবতাকে হত্যা করেছে। যদি তারা মনে করে যে এইভাবে আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাবো, তাহলে তাদের ভুল ধারণা আরও একবার পরিষ্কার করা উচিৎ। আমরা ১৯৪৭ সালেই তাদের সঙ্গে যুক্ত হইনি, তাহলে আজ কেন হতে  যাব ? আমরা তখনই দুই জাতির তত্ত্বকে জলাঞ্জলি দিয়েছিলাম।''