নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের চারটি জেলাজুড়ে বড়সড় জঙ্গিদমন অভিযান চালাচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (CIK)। পুলওয়ামা, শ্রীনগর, গঙ্গারপুর এবং বাতাম-সহ মোট দশটি জায়গায় এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) থেকে পরিচালিত এক জইশ-ই-মোহাম্মদ জঙ্গি মডিউলকে ঘিরেই এই অভিযান।
এই জঙ্গি চক্রের পেছনে মূল চক্রী হিসেবে উঠে এসেছে জইশ কমান্ডার আব্দুল্লাহ গাজির নাম, যিনি POK থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছেন বলে গোয়েন্দাদের ধারণা।
CIK-এর এই তল্লাশি মূলত ঘুমন্ত সেল (sleeper cells) এবং নতুন জঙ্গি নিয়োগের রুট ভেঙে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, এই ধরনের মডিউল সাধারণত কোনও বড় হামলা চালানোর আগে হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে। তিনি বলেন, “পহেলগাঁও বা আগের অন্যান্য সন্ত্রাসী হামলায় দেখা গিয়েছে, এই ঘুমন্ত সেলগুলি তখনই সক্রিয় হয়, যখন বড়সড় কিছু ঘটানোর ছক কষে সন্ত্রাসবাদীরা।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/03/UObETAjF1XdUqIBVS9LO.jpg)
শুধু CIK নয়, এই অপারেশনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে আরও একাধিক কেন্দ্রীয় সংস্থা, যার মধ্যে রয়েছে SIA (State Investigation Agency) এবং NIA (National Investigation Agency)। গোটা অভিযানের মূল উদ্দেশ্য— জম্মু ও কাশ্মীর জুড়ে গজিয়ে ওঠা সন্ত্রাসী নেটওয়ার্কগুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা।
বর্তমানে চলা এই তল্লাশি অভিযানকে ঘিরে কাশ্মীর উপত্যকায় টানটান উত্তেজনা ছড়িয়েছে। গোপন সূত্রে আসা তথ্য এবং জঙ্গি কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই একযোগে এই চক্রটিকে চেপে ধরেছে নিরাপত্তা বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us