/anm-bengali/media/media_files/2025/11/16/nsg-2025-11-16-22-20-53.png)
নিজস্ব সংবাদদাতা: জম্মু–কাশ্মীরের কলগাম জেলায় নিরাপত্তা আরও জোরদার করতে সার ও রাসায়নিক দোকানসহ সংবেদনশীল বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ। অ্যামোনিয়াম নাইট্রেট এবং অন্যান্য সার বিক্রির ক্ষেত্রে দোকানদারদের এখন থেকে বাধ্যতামূলকভাবে বিস্তারিত রেকর্ড রাখতে বলা হয়েছে। কোনও সন্দেহজনক আচরণ বা বড় অর্ডার দেখা গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/16/nsg-comando-2025-11-16-22-23-18.png)
পুলিশের একাধিক দল এদিন সার দোকান, কেমিক্যাল শপ, বিস্ফোরক গুদাম, গাড়ির শোরুম, এমনকি যেসব শিল্প কারখানা মিশ্রণযোগ্য বা সংবেদনশীল কাঁচামাল নিয়ে কাজ করে— সেখানেও তল্লাশি চালায়। প্রতিটি জায়গায় স্টক রেজিস্টার, নথিপত্র, স্টোরেজ পদ্ধতি— সবকিছুরই খুঁটিনাটি পর্যবেক্ষণ করা হয়েছে। কোনও রকম কাঁচামাল যেন বেআইনি কাজে বা সন্ত্রাসবাদে ব্যবহার না হয়, সেই দিকেই নজর পুলিশের।
কলগাম পুলিশ জানিয়েছে, সম্ভাব্য কোনও নিরাপত্তা ফাঁক যাতে কাজে লাগাতে না পারে দুষ্কৃতীরা, তাই এই গোটা উদ্যোগ। পুলিশের মতে, সাধারণ মানুষও সতর্ক না থাকলে এমন ফাঁক রোধ করা কঠিন। তাই কোনও সামান্য সন্দেহজনক তথ্য পেলেও স্থানীয়দের পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us