আমি জানতাম না কিভাবে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইব- শোকাচ্ছন্ন মুখ্যমন্ত্রী!

গভীরভাবে ব্যথিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
FDGT

নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জঙ্গি হামলায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "এই ঘটনা সমগ্র দেশকে প্রভাবিত করেছে। আমরা অতীতে এমন অনেক হামলা দেখেছি। বৈসরনে ২১ বছর পর এত বড় আকারের হামলা চালানো হয়েছে। আমি জানতাম না কিভাবে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইব। আয়োজক হিসেবে, পর্যটকদের নিরাপদে ফিরিয়ে পাঠানো আমার কর্তব্য ছিল। আমি তা করতে পারিনি। ক্ষমা চাওয়ার ভাষা আমার কাছে নেই"।

Pahalgam attack: 16 arrested in Assam for seditious comments post Pahalgam  attack: CM Himanta Biswa Sarma - The Economic Times