/anm-bengali/media/media_files/QS4vEXYrnG9zqFoyrm1s.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিশ্বের প্রথম ডুয়াল-ব্যান্ড রাডার স্যাটেলাইট 'NISAR' বহনকারী GSLV-F16 রকেটের সফল উৎক্ষেপণ সম্পন্ন হল। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই এক বড় টুইট করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। নিজের টুইট বার্তায় তিনি লেখেন,''অভিনন্দন ভারত ! বিশ্বের প্রথম ডুয়াল-ব্যান্ড রাডার স্যাটেলাইট 'NISAR' বহনকারী GSLV-F16 রকেটের সফল উৎক্ষেপণ সম্পন্ন হল। এটি ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় এক বিশাল পরিবর্তন আনবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ZMpDWVaXu8K6rdB818iN.jpg)
তিনি আরও লেখেন,''এই স্যাটেলাইট কুয়াশা, ঘন মেঘ, বরফের স্তর ইত্যাদির মধ্যেও অনুপ্রবেশ করতে সক্ষম, যা বিমান চলাচল ও নৌপরিবহন ক্ষেত্রের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। NISAR থেকে প্রাপ্ত তথ্য সারা বিশ্বের মানুষকে উপকৃত করবে যা সত্যিকার অর্থে ভারতের 'বিশ্ববন্ধু' ভাবনার প্রতিফলন।"
#WATCH | Union MoS(Ind. Charge) Science & Technology, Jitendra Singh tweets, "Congratulations India! Successful launch of GSLV-F16 carrying the world’s first dual-band radar satellite NISAR…a game changer in precise management of disasters like cyclones, floods etc. Also, it’s… pic.twitter.com/spMuOpuViZ
— ANI (@ANI) July 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us