BREAKING: সফলভাবে উৎক্ষেপণ হলো GSLV-F16 ! "বিশ্ববন্ধু হবে ভারত'' ঘোষণা করলেন ডঃ জিতেন্দ্র সিং

কি টুইট করলেন জিতেন্দ্র সিং ?

author-image
Debjit Biswas
New Update
jitendra singh1.jpg

নিজস্ব সংবাদদাতা : বিশ্বের প্রথম ডুয়াল-ব্যান্ড রাডার স্যাটেলাইট 'NISAR' বহনকারী GSLV-F16 রকেটের সফল উৎক্ষেপণ সম্পন্ন হল। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই এক বড় টুইট করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। নিজের টুইট বার্তায় তিনি লেখেন,''অভিনন্দন ভারত ! বিশ্বের প্রথম ডুয়াল-ব্যান্ড রাডার স্যাটেলাইট 'NISAR' বহনকারী GSLV-F16 রকেটের সফল উৎক্ষেপণ সম্পন্ন হল। এটি ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় এক বিশাল পরিবর্তন আনবে।"

north korea satelite

তিনি আরও লেখেন,''এই স্যাটেলাইট কুয়াশা, ঘন মেঘ, বরফের স্তর ইত্যাদির মধ্যেও অনুপ্রবেশ করতে সক্ষম, যা বিমান চলাচল ও নৌপরিবহন ক্ষেত্রের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। NISAR থেকে প্রাপ্ত তথ্য সারা বিশ্বের মানুষকে উপকৃত করবে যা সত্যিকার অর্থে ভারতের 'বিশ্ববন্ধু' ভাবনার প্রতিফলন।"