ক্লিন এনার্জি'-তে উড়বে বিমান, দ্রুত ত্রুটি ধরতে 'আয়রনবার্ড' প্রযুক্তিতে আছে ভরসা ! বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং

কি বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
jitendra singh1.jpg

নিজস্ব সংবাদদাতা : বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) জিতেন্দ্র সিং আজ দেশের বিমান শিল্প এবং প্রযুক্তিগত উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথা জানালেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত লক্ষ্য পূরণের দিকে ভারত দ্রুত এগিয়ে চলেছে এবং শীঘ্রই অন্তত কয়েকটি বিমান পরিচ্ছন্ন বা 'ক্লিন এনার্জি' (Clean Energy) ব্যবহার করে উড়তে সক্ষম হবে।

Jitendra Singhwe.jpg

তিনি বলেন,''প্রধানমন্ত্রী মোদী নির্ধারিত একাধিক লক্ষ্য আমরা পূরণ করার চেষ্টা করছি। সেই দিন দূরে নয়, যখন আমরা অন্তত কয়েকটি বিমান পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে চালাতে সক্ষম হব। আয়রনবার্ড ফ্যাসিলিটির সুবিধা হলো, এই প্রযুক্তির মাধ্যমে বিমানটি মাটিতে থেকেই সমস্ত অভিজ্ঞতা লাভ করে, যা উড়ানের সময় হয়ে থাকে। বিমান তৈরির প্রক্রিয়া চলাকালীন যদি কোনো ত্রুটি বা অস্বাভাবিকতা দেখা দেয়, তবে সেটি আপনি সঙ্গে সঙ্গে পরীক্ষা করে শনাক্ত করতে পারেন এবং তাৎক্ষণিক তা সংশোধন করতে পারেন। এটি সময়, অর্থ এবং শক্তি সাশ্রয় করে এবং প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হয়।''