ঝাড়খণ্ড পুলিশের বিরাট সাফল্য, ধ্বংস করা হল ২ কেজি বিস্ফোরক

বিস্ফোরণের মাধ্যমে ঘটনাস্থলেই বিস্ফোরক গুলি ধ্বংস করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GwbelLhXIAA39nZ

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড পুলিশের বড় সাফল্য। নকশাল কার্যকলাপের বিরুদ্ধে ঝাড়খণ্ড পুলিশের একটি যৌথ তল্লাশি অভিযানে, ঝাড়খণ্ড স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআরপিএফ ৬০ ব্যাটালিয়ন গত ২০ জুলাই চাইবাসা থানা সীমানার অধীনে জঙ্গলে ২ কেজি ওজনের ১৪টি আইইডি, স্থানীয় হ্যান্ড গ্রেনেড, অ্যামোনিয়াম নাইট্রেট পাউডার এবং অন্যান্য বিস্ফোরক পদার্থ উদ্ধার করে। চাইবাসা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ঘটনাস্থলেই বিস্ফোরক গুলি ধ্বংস করা হয়েছে।

naxal area