BREAKING: পাকিস্তানই সন্ত্রাসবাদের কেন্দ্র ! এবার গর্জে উঠলেন হেভিওয়েট সাংসদ

কি বললেন জেডিইউ (JDU) সাংসদ সঞ্জয় ঝা ?

author-image
Debjit Biswas
New Update
sanjay jha

নিজস্ব সংবাদদাতা : এবার পার্লামেন্টারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে কোরিয়া সফরে গিয়ে পাকিস্তানকে চরম আক্রমণ করলেন জেডিইউ (JDU) সাংসদ সঞ্জয় ঝা। তিনি বলেন,''পহেলগাঁও হামলার পর,সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের মধ্যে আর কোনও পার্থক্য থাকবে না। সন্ত্রাসবাদের ক্ষেত্রে এটাই ভারতের 'নিউ নর্মাল'। এই বার্তাই আমরা বিশ্বের সামনে তুলে ধরতে এসেছি। অপারেশন সিঁদুর সেই বার্তারই একটি প্রতিফলন। এখন সবাই বুঝছে যে পাকিস্তানই আসলে সন্ত্রাসবাদের কেন্দ্র। সেখান থেকেই সন্ত্রাস ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে।”

x