'এটি মসজিদ নয়, রাজনৈতিক কার্যালয়' ! হুমায়ুন কবীরের উদ্যোগকে 'সমাজের প্রান্তিক অংশ' বলে প্রত্যাখ্যান জেডিইউ নেতার

কেন প্রত্যাখ্যান করলেন জেডিইউ নেতা ?

author-image
Debjit Biswas
New Update
Humayun

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল কংগ্রেস (TMC) থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর কর্তৃক 'বাবরি মসজিদ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করেছেন জনতা দল ইউনাইটেড (JDU)-এর নেতা এবং এমএলসি খালিদ আনোয়ার। তিনি এই উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

Screenshot 2025-12-06 2.21.54 PM

তিনি বলেন,''হুমায়ুন কবীরের সমর্থকরা হলো সমাজের প্রান্তিক উপাদান (fringe elements of the society)। উপাসনার স্থান ধর্মীয় উত্তেজনা বা বিতর্কের ওপর ভিত্তি করে তৈরি করা যেতে পারে না। আমি আনন্দিত যে ভারতীয় মুসলিমরা হুমায়ুন কবীরের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে।"