জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি দু'দিনের ভারত সফরে এসেছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি দু'দিনের ভারত সফরে এসেছেন।
ভারতে এসে মেট্রোর আনন্দ নিলেন জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। তিনি আজ দিল্লি মেট্রোয় চড়েছেন।
জাপানের বিদেশ মন্ত্রকের তরফে শেয়ার করা ছবিতে হায়াশিকে টোকেন ব্যবহার করে রাজধানীতে মেট্রোয় চড়তে দেখা যায়। তার সঙ্গে ছিলেন তার নিরাপত্তা কর্মী ও কর্মকর্তারা।