/anm-bengali/media/media_files/8CfhFg2sSWwiLSWsAa0q.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীর নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ৫০ পার হল না কংগ্রেস ও ন্যাশেনাল কনফারেন্স জোটের। ২ দল মিলে ৪৮ এ থামল। যার মধ্যে ৪২ টি আসন গেল ন্যাশনাল কনফারেন্সের দখলে আর কংগ্রেসের দখলে গেল ৬ টি আসন। অপরদিকে বিজেপি পেল ২৯ টি আসন। ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন প্রাপ্তি বিজেপির- বিজেপিকে সর্বোচ্চ শতাংশ ভোট দিয়ে আশীর্বাদ জম্মু ও কাশ্মীরবাসী, এবারের ফলাফল নিয়ে এমনটাই জানালেন অমিত শাহ।
তিনি ট্যুইট করে বলেছেন, "জম্মু ও কাশ্মীরের জনগণ এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে সর্বোচ্চ শতাংশ ভোট দিয়ে আশীর্বাদ করেছে এবং বিজেপিকে তার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আসন দিয়েছে। এর জন্য আমি জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও, আমি দলের সমস্ত কর্মীকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য অভিনন্দন জানাই।"
Union Home Minister Amit Shah tweets "The people of Jammu and Kashmir have blessed the BJP with the highest percentage of votes in this assembly election and have given the BJP the highest number of seats in its history so far. For this, I express my heartfelt gratitude to the… pic.twitter.com/gyVt8c2G1o
— ANI (@ANI) October 8, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)