বুদ্ধের অবশেষ ভারতে ফেরত! জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল দেশের জন্য ইতিহাস গড়লেন

বুদ্ধের অবশেষ নিয়ে ভারতে ফিরলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল।

author-image
Tamalika Chakraborty
New Update
budha russia

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ভারতের মাটিতে ফিরলেন বুদ্ধের পবিত্র অবশেষ নিয়ে। তিনি জানান, রাশিয়ার কালমিকিয়া থেকে বুদ্ধের পবিত্র অবশেষ নিয়ে এসে ভারত-রাশিয়া বন্ধুত্বের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন। মনোজ সিনহা বলেছেন, দু’দেশের বন্ধুত্ব বহুদিনের, আসছে সময়ে ৮০ বছর পূর্তি উদযাপন হবে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সফরে ভারত সরকারের ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে। তাঁর মতে, এই অবশেষ ফেরত আনা শুধু আধ্যাত্মিক নয়, যোগসূত্র আরও মজবুত করবে ব্যবসা, বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রেও। ভারত-রাশিয়া সম্পর্ক নতুন দিশা পেতে চলেছে,  বললেন লেফটেন্যান্ট গভর্নর।

jammu and kashmir lt governor