কিশতওয়ারে মৃত্যুর হাহাকার! মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোক—৭০ জন নিখোঁজ, আর ফিরবেন না কেউ?

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, কিশতওয়ারে নিখোঁজদের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই।

author-image
Tamalika Chakraborty
New Update
Omar


নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় ভয়াবহ মেঘভাঙা বিপর্যয়ের পাঁচ দিন কেটে গেছে। মচাইল মাতার যাত্রা বেস ক্যাম্পে এই দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। তবে এখনও প্রায় ৭০ জন নিখোঁজ রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মঙ্গলবার সাংবাদিকদের সামনে শোকাহত কণ্ঠে জানালেন—এতদিন পর জীবিত কাউকে পাওয়া কার্যত অসম্ভব।

তিনি বলেন, “কিশতওয়ারের পরিস্থিতি আপনারা সবাই দেখছেন। সময় যত এগোচ্ছে, আমাদের মেনে নিতে হচ্ছে যে ৭০ জনের বেশি নিখোঁজ মানুষকে জীবিত উদ্ধার করা প্রায় অসম্ভব। এখন আমাদের একমাত্র চেষ্টা থাকবে যত বেশি সম্ভব মৃতদেহ উদ্ধার করে পরিবারগুলোর হাতে তুলে দেওয়া, যেন তারা শেষকৃত্য সম্পন্ন করতে পারেন।”

uttarkashi cloud burst

মুখ্যমন্ত্রী আরও জানান, শুধু মৃতদেহ উদ্ধারের কাজ নয়, দুর্গত পরিবারগুলোর পুনর্বাসনেও জোর দেওয়া হচ্ছে।

গত ১৪ আগস্টের মেঘভাঙা বিপর্যয়ে বিশালাকার পাথর ও সুউচ্চ দেবদারু গাছ পাহাড় থেকে নেমে এসে চিসোটি গ্রামকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে যাত্রা বেস ক্যাম্প, অস্থায়ী বাজার ও একাধিক মন্দির। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৬টি ঘরবাড়ি।

এখনও পর্যন্ত উদ্ধারকাজ চালাচ্ছেন পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, সিআইএসএফ এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের যৌথ দল। চারদিকের ধ্বংসস্তূপে চলছে প্রাণপণ খোঁজাখুঁজি।