/anm-bengali/media/media_files/94J5qHhNb9aoOUHbo65J.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সদ্য শেষ হয়েছে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন। নির্বাচনে বিশাল জয় পেয়েছে জম্মু ও কাশ্মীর ন্যাশেনাল কনফারেন্স। কংগ্রেসের সঙ্গে মিলে সরকার গড়েছে এনসি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ওমর আবদুল্লাহ।
/anm-bengali/media/post_attachments/5732d656-bfa.png)
তিনি এই নির্বাচনে দুই আসনে জয় পান। একটি গান্ডারবাল অপরটি বুদগাম। তবে এবার তিনি বুদগাম আসন থেকে পদত্যাগ করেছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গান্ডারবাল বিধানসভা আসন রেখেছেন এবং বুদগাম আসন থেকে পদত্যাগ করেছেন। প্রো-টেম স্পিকার মুবারক গুল জম্মু ও কাশ্মীর বিধানসভায় এই বিষয়ে ঘোষণা করেছেন। ফলে এবার প্রশ্ন সামনে আসছে, আসন্ন বুদগাম উপনির্বাচনে এবার কি ন্যাশেনাল কনফারেন্সের প্রার্থীকে হারাতে পারবে বিজেপি? নাকি এবারও তাদের হারতে হবে এই আসনে? এই প্রশ্নের উত্তর যদিও সময় দেবে।
Jammu and Kashmir CM Omar Abdullah keeps Ganderbal assembly seat and resigns from Budgam seat: Pro-Tem Speaker Mubarak Gul announces in J&K Assembly
— ANI (@ANI) October 21, 2024
(file pic) pic.twitter.com/j9v4rNHGjl
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us