ইউএনজিএ৮০-র ফাঁকে গ্লোবাল সাউথ দেশগুলির বৈঠক আয়োজন করলেন জয়শঙ্কর

গ্লোবাল সাউথ দেশগুলির বৈঠক আয়োজন করলেন জয়শঙ্কর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
G1kTn-JWUAA_FuI

নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে "লাইক-মাইন্ডেড গ্লোবাল সাউথ কান্ট্রিজ"-এর উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এক্স (টুইটার)-এ তিনি লিখেছেন, “আজ নিউইয়র্কে এই বৈঠক আয়োজন করতে পেরে আনন্দিত।”