জগদীপ ধনখড়ের পদত্যাগ, নীরব কেন মোদী?

প্রধানমন্ত্রী মোদী এতে কোনও প্রতিক্রিয়া দেননি, এটিও মর্মান্তিক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Jagdeep_Dhankar_14_Vice_President.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারের জনগণনা নিয়ে তোলপাড় সংসদের উভয় কক্ষই। এই বিষয়ে, আরজেডি সাংসদ মনোজ ঝা এদিন বলেন, "গণতন্ত্রে যদি ভোটার নিরাপদ না থাকে, তাহলে গণতন্ত্রও নিরাপদ নয়। প্রধান নির্বাচন কমিশনারের বিষয়টি খতিয়ে দেখা উচিত"।

একই সাথে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, "সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলিতে কোনও স্বচ্ছতা নেই। প্রধানমন্ত্রী মোদী এতে কোনও প্রতিক্রিয়া দেননি, এটিও মর্মান্তিক"।

manoj jha