খাড়গের ওপর চরম রেগে গেলেন জগদীপ ধনকর- রাজ্যসভায় বসে খাড়গের মুখের সামনে জানালেন ধিক্কার- 'আপনি আমায় লাঞ্ছিত করতে চাইছেন?'  ভিডিও সামনে আসতেই শোরগোল

কি বললেন জগদীপ ধনকর?

author-image
Aniket
New Update
x

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার মল্লিকার্জুন খাড়গের ওপর চরম রেগে গেলেন রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকর।  রাজ্যসভায় বসে খাড়গের মুখের সামনে জানালেন ধিক্কার।

তিনি বলেছেন, "আপনি প্রতিবার এইভাবে করতে পারবেন না। আপনি প্রতিবার চেয়ারকে অসম্মান করতে পারবেন না। আমি কি বলছি তা না বুঝেই আপনি হঠাৎ দাঁড়িয়ে যা ইচ্ছা তাই বলছেন। এই দেশের ইতিহাসে এবং সংসদীয় গণতন্ত্র এবং রাজ্যসভার কার্যপ্রণালীতে আপনার মতো চেয়ারের প্রতি এতটা অবহেলা কখনও হয়নি। আপনার প্রতিফলন করার সময়। আপনার মর্যাদায় একাধিকবার আক্রমণ করা হয়েছে। আমি সর্বদা আপনার মর্যাদা রক্ষা করার চেষ্টা করেছি। আর আপনি আমায় লাঞ্ছিত করতে চাইছেন? আমার প্রচুর ধৈহ্য রয়েছে। আমি যে বার্তা তুলেছি, আপনি কিভাবে সেটা ঘুরিয়ে দিয়েছেন, এইরকম করবেন না। আমি সাধারণ মানুষ, সাধারণ ভাবে চলার চেষ্টা করি, যতটা সাধারণ সম্ভব। দয়া করে এটি করবেন না"। রাজ্যসভার এই ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে।

Adddd