বিহার মহাগঠবন্ধন নিয়ে জাগদম্বিকা পালের কটাক্ষ

“নিজেদের জোটই সামলাতে পারে না, তারা বিহার সামলাবে কীভাবে?” — প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ।

author-image
Aniket
New Update
breaking new 1

নিজেস্ব সংবাদদাতা: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বাকযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। এবার সরাসরি আক্রমণ শানালেন বিজেপি সাংসদ জাগদম্বিকা পাল। তিনি মহাগঠবন্ধনের সমন্বয় ও নেতৃত্ব নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, “যদি তারা নিজেদের জোটই সামলাতে না পারে, তাহলে বিহার রাজ্য সামলাবে কীভাবে?”

পালের অভিযোগ, বিহারের মহাগঠবন্ধনের ভেতরে শুরু থেকেই মতপার্থক্য ও ক্ষমতার লড়াই বিদ্যমান। “নির্বাচনের সময়েই এই দলগুলো নিজেদের মধ্যে ভেঙে পড়ে, কিন্তু এবার মুখ্যমন্ত্রী পদ ঘোষণা করে জোটটাকে কোনোভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছে,” বলেন তিনি।

বিজেপি সাংসদের দাবি, মহাগঠবন্ধন ভোটারদের আকৃষ্ট করতে নানা অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি বলেন, “যখন জানে ক্ষমতায় আসবে না, তখন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া সহজ। কিন্তু বিহারের মানুষ এখন খুব সচেতন — তারা বুঝে গেছে কে কাজ করছে আর কে কেবল মুখের কথা বলছে।”