New Update
/anm-bengali/media/media_files/Ij9TkmkX0MXw6dFI9nos.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাব সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন সকালে পাঞ্জাবের পাঠানকোট বিমানবন্দরে পৌঁছেছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। হিমাচল প্রদেশে তিন দিনের সফরে রয়েছেন নাড্ডা। সেখানে দলীয় কিছু সভা রয়েছে তাঁর।
এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সহ দলীয় নেতৃত্ব প্রধানেরা। ফুলের স্তবক দিয়ে তাঁকে বরণ করে নেন তারা।
#WATCH | BJP national president JP Nadda reached Pathankot Airport in Punjab.
— ANI (@ANI) June 12, 2023
JP Nadda is on a 3-day visit to Himachal Pradesh. pic.twitter.com/AykKqMiw5l
এর আগে শুক্রবারই দিল্লির সদর দফতরে জাতীয় সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক সারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে সদ্য সমাপ্ত হওয়া কর্ণাটক নির্বাচন নিয়ে এবং আসন্ন মধ্যপ্রদেশ নির্বাচন নিয়ে এবং ভোট স্ট্র্যাটেজি নিয়ে কথা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে সেই ক্লোজডোর বৈঠকে কি কথা হয়েছে, তা সামনে আনেনি বিজেপি নেতৃত্ব। /anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us