BIG UPDATE: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর আবার ভারী সতর্কতা জম্মু-কাশ্মীরে! এবার কি ঘটল?

জম্মু-কাশ্মীরের স্থানীয়রা পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি করলেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
ceasefire-violation-by-pakistan-jammu-kashmir-1745892109

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর আবার উচ্চমাত্রার সতর্কতা জম্মু-কাশ্মীরজুড়ে। আখনুরের এক স্থানীয় বাসিন্দা দিলেন এক তথ্য। তিনি জানান যে গত রাত ৮:৩০-৯টার দিকে ৩-৪ রাউন্ড গুলি চলে। তারা তখন কাজ করছিলেন। তখনই তাদের নির্দেশ দেওয়া হয় সবকিছু বন্ধ করে বাড়িতে ফিরে যেতে। এরপর আর কিছুই ঘটেনি। 

আরেকজন বাসিন্দা জানান যে গত রাতে ১০-১২ রাউন্ড গুলি চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীও গুলিবর্ষণের পাল্টা জবাব দিয়েছে। এই যুদ্ধবিরতি লঙ্ঘন ৭-৮ বছর পর ফের ঘটল। তারা এই বিষয়গুলির সাথে অভ্যস্ত হয়ে গিয়েছেন। এখন উচ্চ সতর্কতা রয়েছে।

Ceasefire Violations in Kashmir: A War by Other Means? | Carnegie Endowment  for International Peace