New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : 'বাহুবলী' নামে পরিচিত রকেটের মাধ্যমে মহাকাশে এখনও পর্যন্ত নিজেদের সবচেয়ে ভারী স্যাটেলাইটটি স্থাপন করে মহাকাশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। এই স্যাটেলাইটের নাম হল সিএমএস-০৩ (CMS-03)। আসলে এটি একটি মাল্টি-ব্যান্ড যোগাযোগ উপগ্রহ (multi-band communication satellite)। ইসরো (ISRO) জানিয়েছে, এই উপগ্রহটি ভারতীয় ভূখণ্ড-সহ বিস্তৃত সামুদ্রিক অঞ্চলে (oceanic region) যোগাযোগ পরিষেবা সরবরাহ করবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/29/geOPVeIu1p23dreAC8SZ.jpg)
'বাহুবলী' রকেটটির মাধ্যমে এই সফল উৎক্ষেপণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং দেশের মহাকাশ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ইসরোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us