'বাহুবলী' রকেটের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হল সবচেয়ে ভারী স্যাটেলাইট ! ISRO-র মুকুটে নয়া পালক

ফের সফল ইসরো।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : 'বাহুবলী' নামে পরিচিত রকেটের মাধ্যমে মহাকাশে এখনও পর্যন্ত নিজেদের সবচেয়ে ভারী স্যাটেলাইটটি স্থাপন করে মহাকাশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। এই স্যাটেলাইটের নাম হল সিএমএস-০৩ (CMS-03)। আসলে এটি একটি মাল্টি-ব্যান্ড যোগাযোগ উপগ্রহ (multi-band communication satellite)। ইসরো (ISRO) জানিয়েছে, এই উপগ্রহটি ভারতীয় ভূখণ্ড-সহ বিস্তৃত সামুদ্রিক অঞ্চলে (oceanic region) যোগাযোগ পরিষেবা সরবরাহ করবে।

Isro

'বাহুবলী' রকেটটির মাধ্যমে এই সফল উৎক্ষেপণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং দেশের মহাকাশ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ইসরোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।