New Update
/anm-bengali/media/media_files/2025/01/29/geOPVeIu1p23dreAC8SZ.jpg)
নিজস্ব সংবাদদাতা : আশা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হল ইসরোর (ISRO) PSLV-C61 উৎক্ষেপণ। রবিবার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV-C61 রকেটের মাধ্যমে, EOS-09 আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করেছিল ইসরো (ISRO)। কিন্তু এই রকেটটি দ্বিতীয় স্তর পর্যন্ত স্বাভাবিকভাবে কাজ করলেও, তৃতীয় স্তরে কিছু ত্রুটি দেখা দেয়। এই বিষয়ে ইসরোর (ISRO) চেয়ারম্যান জানান, “আমাদের মিশন সফল হয়নি। যাবতীয় বিশ্লেষণের পর সকলকে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
/anm-bengali/media/post_banners/S11mupgcijjxUcsYojFb.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us