New Update
/anm-bengali/media/media_files/Eik1nYDkAiiblhIw49MX.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে বড় মন্তব্য করলেন ইসরোর চেয়ারম্যান। তিনি বলেন, "দেশে সুরক্ষার জন্য কমপক্ষে ১০টি স্যাটেলাইট কাজ করছে।দেশবাসীর নিরাপত্তার স্বার্থে ব্যবহৃত স্যাটেলাইটগুলি। সাত হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্র তীরে আমাদের নজরদারি চালাতে হয়। স্যাটেলাইট আর ড্রোন প্রযুক্তি ছাড়া এই নজরদারি সম্ভব নয়। সেগুলি স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দেশের নাগরিক নিরাপত্তার কাজে লাগে। আমাদের প্রতিবেশীদের আমরা জানি, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে করতে হবে"।
/anm-bengali/media/media_files/2025/05/08/F4u9ivw3mOnylOubFLp9.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us