/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেটানিয়াহুর দপ্তর শনিবার জানিয়েছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাটি “তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন” করতে ইসরায়েল আগ্রহী।
এই ঘোষণা আসে এমন সময়ে, যখন হামাস পক্ষ থেকে শান্তি আলোচনার জন্য প্রস্তুতির ইঙ্গিত দেওয়া হয়েছে। নেটানিয়াহুর দপ্তর জানায়, সরকারের প্রধান লক্ষ্য হলো জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তন এবং গাজায় স্থায়ী শান্তির পথে দৃঢ় পদক্ষেপ নেওয়া।
ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি হওয়া এই পরিকল্পনা বাস্তবায়িত হলে চলমান সংঘাত নিরসনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই এই উদ্যোগের প্রতি ঘনিষ্ঠ নজর রাখছে।
#UPDATE Prime Minister Benjamin Netanyahu's office said on Saturday that Israel was seeking the "immediate implementation" of US President Donald Trump's plan to free Israeli hostages in Gaza, after Hamas said it was ready for peace talks.
— AFP News Agency (@AFP) October 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us