ইসরায়েলের চোখে ভারত এখন স্ট্র্যাটেজিক হিরো—ফ্রি ট্রেড, UPI-সহ একগুচ্ছ চুক্তির পথে দুই দেশ

ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আযার জানালেন, ভারত–ইসরায়েল সম্পর্ক এখন আরও শক্তিশালী। আসামে ইসরায়েলি কৃষি প্রযুক্তির সাফল্য, নিরাপত্তা থেকে বাণিজ্য—বহু চুক্তি এগোচ্ছে দ্রুত। পড়ুন বিস্তারিত।

author-image
Tamalika Chakraborty
New Update
israel embassador

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আযার জানালেন, ভারত–ইসরায়েল সম্পর্ক এখন আগের যেকোনও সময়ের তুলনায় শক্তিশালী। তিনি বলেন, বহু বছর ধরে দু’দেশ কৃষিক্ষেত্রে একসঙ্গে কাজ করছে এবং আসাম সরকার ইসরায়েলি প্রযুক্তির উপর যে আস্থা দেখিয়েছে, তা এক নতুন দিশা খুলে দিয়েছে। তাঁর মতে, আসামের মানুষের কঠোর পরিশ্রমের ফলে গড়ে উঠেছে অত্যাধুনিক ‘সেন্টার অব এক্সেলেন্স’, যা ভবিষ্যতে আসামে ফসল বৈচিত্র্য ও উৎপাদনশীলতা বাড়াতে বড় ভূমিকা নেবে।

netan

রাষ্ট্রদূত আরও জানান, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ইসরায়েল অত্যন্ত আশাবাদী। তাই নিরাপত্তা, প্রতিরক্ষা শিল্প, পারস্পরিক বিনিয়োগ, মুক্ত বাণিজ্য—এসব ক্ষেত্রেও একের পর এক গুরুত্বপূর্ণ চুক্তি এগিয়ে চলেছে। পীযূষ গোয়েলের ইসরায়েল সফরের পর দু’দেশ ফ্রি-ট্রেড চুক্তির জন্য টার্মস অব রেফারেন্সও সই করেছে। এমনকি, ইসরায়েলে ভারতের ইউপিআই ব্যবস্থাও গ্রহণের প্রস্তুতি চলছে, সঙ্গে নতুন আর্থিক প্রোটোকল স্বাক্ষরের ইচ্ছা।