'মন কি বাতে'ই কি বিহারের রহস্য উন্মোচন? কি ইঙ্গিত দিলেন বিজেপির মুখপাত্র?

বিহারের রহস্য ক্রমশ্য ঘনীভূত হচ্ছে।

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: বিহারের রহস্য ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। কি হবে বিহারের রাজনৈতিক পরিস্থিতির? এরই মধ্যে এই বিষয় নিয়ে বিজেপির মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, "আমি মন কি বাত শুনতে যাচ্ছি। বিহারের মানুষের 'মন'-এ যা আছে - আমরা মন কি বাতে শুনব।" এরপরেই অনেকের মনেই প্রশ্ন উঠছে, তাহলে কি মন কি বাতেই বিহারের রহস্য উন্মোচন হবে?