পুলিশ স্টেশনের কাছেই গড়ে উঠেছিল বৃহৎ মাদক কারখানা ! গাফিলতির দায়ে সাসপেন্ড হলেন ইন্সপেক্টর

কেন সাসপেন্ড হলেন ইন্সপেক্টর ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ মুম্বাইয়ের নালাসোপারার পেলহার এলাকায় একটি অবৈধ মেফেড্রোন (MD) মাদক উৎপাদন কারখানায় সফলভাবে অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশের মাদক-বিরোধী শাখা (ANC)। কিন্তু এরপরেই কর্তব্য পালনে অবহেলার কারণে সিনিয়র পুলিশ ইন্সপেক্টর (এসপিআই) জিতেন্দ্র বোধাপ্পা ওয়ানকোট্টিকে স্বরাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে দেয়।

মুম্বাই ANC ঐ অবৈধ কারখানাটি থেকে আনুমানিক ১৩.৪৪ কোটি টাকা মূল্যের মেফেড্রোন (MD) মাদক উদ্ধার করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই বেআইনি কারখানাটি পেলহার পুলিশ স্টেশন থেকে মাত্র ৩০০ মিটার দূর থেকেই পরিচালিত হচ্ছিল।

Police

তদন্তে দেখা গেছে যে সিনিয়র পুলিশ ইন্সপেক্টর জিতেন্দ্র বোধাপ্পা ওয়ানকোট্টি এবং তাঁর অধস্তন কর্মকর্তারা ঐ এলাকায় নজরদারি ও এনফোর্সমেন্টের ক্ষেত্রে গুরুতর গাফিলতি করেছেন। যার ফলে পুলিশ স্টেশনের এত কাছে একটি মাদক কারখানা এতদিন ধরে কাজ চালিয়ে যেতে পেরেছে। এই ঘটনার পরই স্বরাষ্ট্র দপ্তর ওয়ানকোট্টিকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছে।