/anm-bengali/media/media_files/7wX5hr8rf2W21Sdq3j3m.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল নির্বাচনী প্রচারে বেরিয়ে একজন বিজেপি (BJP) প্রার্থীর গায়ে কালো কালি ছুঁড়ে দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। ঘটনাটি ঘটে বারাণসীরঘোসিতে। আক্রান্ত হন দারাসিংচৌহান (Dara Singh Chauhan)। যদিও এই ঘটনার মধ্যে আজ সোমবার এল বড় রকমের টুইস্ট। আজ কালি নিক্ষেপকারী ব্যক্তি আত্মসমর্পণ করতে থানায় পৌঁছেছে। ওই ব্যক্তি জানায়, ‘বিজেপি নেতা নিজেই কালি নিক্ষেপ করতে বলেছিলেন। আমাকে বলেছিল যে নির্বাচন আটকে যাচ্ছে, কালি ছুঁড়ে দিও গায়ে।‘ ইতিমধ্যে ওই ব্যক্তির বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ।
कल आपने देखा कि यूपी में एक BJP उम्मीदवार पर स्याही फेंकी गई.
— Ranvijay Singh (@ranvijaylive) August 21, 2023
आज स्याही फेंकने वाला थाने में सरेंडर करने पहुंचा.
स्याही फेंकने वाला बोला- BJP नेता ने स्याही फेंकने को कहा था. बताया कि चुनाव फंस रहा है, स्याही फेंक दो. pic.twitter.com/Bmof07vrec
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us